এই সময়, শান্তিনিকেতন: কূটনৈতিক সম্পর্কের ফেরে এ বার ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান হচ্ছে না বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে। স্থান পরিবর্তন করে আজ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হবে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে।
কর্তৃপক্ষ ভবন সংস্কারের কথা বললেও ক্যাম্পাসে কান পাতলে শোনা যাচ্ছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নিতে চাইছে না বিশ্বভারতী।
২০১৭ সালে শান্তিনিকেতনে পূর্বপল্লির পিছনের মাঠে এক লক্ষ ৪০ হাজার স্কোয়্যার ফুট জায়গা জুড়ে তৈরি হয় আন্তর্জাতিক বাংলাদেশ ভবন৷ তৎকালীন বাংলাদেশ সরকারের দেওয়া ৪০ কোটি টাকায় নির্মিত এই ভবনের নকশা নিজে হাতে করেছিলেন খোদ শেখ হাসিনা। সে দেশে হাসিনা সরকারের পতনের পরে পরিস্থিতি পাল্টেছে।
বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার যোগাযোগ করেনি। মেলেনি ভারত সরকারের ইঙ্গিত বা নির্দেশ। আপাতত বন্ধ হয়ে পড়ে বাংলাদেশ ভবনের সংগ্রহশালা। কবে খুলবে, তা–ও কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
বাংলাদেশ ভবনে রয়েছে মুজিবুর রহমানের প্রতিকৃতি, ৭১-এর মুক্তিযুদ্ধের নথি–তথ্য এবং নানা নিদর্শন। নাম না প্রকাশের শর্তে বিশ্বভারতীর এক পড়ুয়া বলেন, ‘ও দেশে যা পরিস্থিতির, তার প্রভাব যাতে না–পড়ে, সে জন্যই এই সিদ্ধান্ত।’ তবে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ বলেন, ‘বাংলাদেশ ভবন সংস্কার হচ্ছে। ওখানে অনুষ্ঠান করা সম্ভব নয়৷ তাই অন্যত্র করা হচ্ছে।’