• দিনের পর দিন গুদাম ঠাসা ভর্তি, আমতায় হানা দিতেই বেরিয়ে এল লক্ষ লক্ষ টাকার এই জিনিস, শুনলে চমেক যাবেন ...
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রোগ-জ্বালা হলে ভরসা তো ওষুধই। সাধারণ  মানুষ ওষুধ কিনে আনেন, চোখ বন্ধ করেই একপ্রকার ব্যবহার করেন। কিন্তু যে তথ্য উঠে আসছে হাওড়া গ্রামীণ এলাকায়, তা অবাক করার মতো। অনেকেই বলছেন ভয়ঙ্কর। 

    কী ঘটেছে? তথ্য, জাল ওষুধের রমরমা ছড়িয়ে পড়েছে হাওড়ার গ্রামীণ এলাকায়। রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা এলাকায় হানা দিতেই চক্ষু চড়কগাছ। অভিযানে বাজেয়াপ্ত লক্ষ-লক্ষ টাকার জাল ওষুধ।

    সূত্রের খবর, হাওড়ার আমতায় নকল ওষুধ রাখা হয়েছিল গুদামে। অভিযুক্ত হোলসেলারের গুদামে হানা দিতেই হতবাক আধিকারিকরা। জানা গিয়েছে, আচমকা হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে অন্তত ২০ লক্ষ টাকার ওষুধ।  জানা যাচ্ছে, বিহারের পাটনা থেকে জাল ওষুধ আমতায় আনতেন হোলসেলারের মালিক।

    অভিযুক্ত এজেন্সির অফিস সিল করে দেওয়া হয়েছে। গ্রেপ্তার সংস্থার মালিক বাবলু মান্না। তদন্তের জন্য বেশকিছু কাগজপত্র নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
  • Link to this news (আজকাল)