• মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে ঢুকে পর পর অপরাধ, পাগল সেজে বাংলাদেশি যুবককে ধরল রাজ্যের পুলিশ  
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  •  

    আজকাল ওয়েবডেস্ক: অপরাধের জন্য মাঝেমাঝে ভারতে আসা। মেডিক্যাল ভিসার মাধ্যমে। এরপর এদেশ থেকে চোরাই মোবাইল ফোন এবং ল্যাপটপ নিয়ে দেশে ফিরে যাওয়া। ফাঁদ পেতে এই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল কাঁথি থানার পুলিশ। ধৃত আজিল শেখ ওরফে অয়ন যশোরের বাসিন্দা। কলকাতায় খিদিরপুরের ফ্যান্সি মার্কেটে তার একটি ডেরা ছিল। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁথির এক অপরাধীকে গ্রেপ্তার করার পর আজিলের কথা জানা যায়। মোবাইল ও ল্যাপটপ চুরিতে সিদ্ধহস্ত কাঁথির ওই চোরকে জিজ্ঞাসাবাদে উঠে আসে বাংলাদেশি এই যুবকের নাম। পুলিশের কথামতো কাঁথির ওই অপরাধীকে দিয়ে আজিলকে ফোন করে বলা হয় প্রচুর ফোন ও ল্যাপটপ আছে। মাল নিতে সে যেন ভারতে চলে আসে। ফ্যান্সি মার্কেটের কাছে একটি জায়গায় জিনিস হাত বদলের কথা হয়। এরপর কাঁথির ওই দুষ্কৃতীকে একটি ইঁটের টুকরো ভরা ভারি ব্যাগ দিয়ে বলা হয় জায়গামতো যেতে। 

    পাগল সেজে তাকে অনুসরণ করে কাঁথির পুলিশ। নির্ধারিত জায়গায় এসে ব্যাগ হাত বদলের সময়েই আজিলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে ইতিমধ্যেই ভারত থেকে শতাধিক দামি মোবাইল ফোন এবং ল্যাপটপ বাংলাদেশে নিয়ে গিয়েছে আজিল। খিদিরপুরে জাহির আলি নামে একজনের ডেরায় এসে সে থাকত। সেই আস্তানাতেও পুলিশ হানা দিয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল ফোন ও ল্যাপটপ চোরেদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।
  • Link to this news (আজকাল)