• শীতের শেষে বৃষ্টিতে নামল শহরের তাপমাত্রা, আজ কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন
    বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়া ঘূর্ণাবর্তের জেরে গতকাল, বৃহস্পতিবার শহর থেকে দক্ষিণবঙ্গে আচমকাই ব্যাপক বৃষ্টি হয়। যার ফলে একধাক্কায় অনেকটাই তাপমাত্রা নামে। বৃষ্টির জেরে আচমকাই শহরে ফিরে আসে শীতের আমেজ। যদিও শীতের শেষে এই অকাল বৃষ্টিতে মাথায় হাত পড়েছে কৃষকদের। আলু সহ একাধিক ফসলের ক্ষতির আশঙ্কা। যদিও আজ, শুক্রবার শহরে বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আগামী কাল, শনিবার থেকে উত্তরবঙ্গের প্রায় সবজেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী কাল, থেকে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজ, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, এদিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। গত ২৪ ঘণ্টায় শহরে ৪৭.৭ মিমি বৃষ্টি হয়েছে।
  • Link to this news (বর্তমান)