সাগরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, জখম বহু
বর্তমান | ২১ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: সাত সকালেই দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সাগরে। জানা গিয়েছে, আজ, শুক্রবার সকাল ৮টা নাগাদ কচুবেড়িয়া থেকে সাগরে যাওয়ার পথে চৌরঙ্গির কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। সূত্রের খবর, সাগরের কাছেই চৌরঙ্গি এলাকায় একটি বাম্পার পেরোনোর সময়ে যান্ত্রিক গোলযোগের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপরেই সোজা রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে গিয়ে পড়ে সেটি। দুর্ঘটনাটি দেখতে পেয়ে উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিসে। দ্রুত উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রাই। বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিস ও সিভিল ডিফিন্সের সঙ্গে পৌঁছন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।