• ‘রবিবারই মুদির মাল অর্ডার দিল ছোট বউ’ ট্যাংরায় খুনের ঘটনায় হতবাক প্রতিবেশীরাও
    হিন্দুস্তান টাইমস | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • Kolkata Tangra Case Update:আত্মহত্যা নয়, ট্যাংরার ঘটনায় খুন করা হয়েছে দুই গৃহবধূ ও কিশোরীকে। পুলিশের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই জানানো হল‌। বৃহস্পতিবার দে পরিবারের প্রতিবেশীদের সঙ্গে কথা বলল হিন্দুস্তান টাইমস বাংলা। সেখান থেকেই জানা গেল, রবিবার মুদিখানার কিছু জিনিস অর্ডার দিয়েছিলেন রোমি দে। সেই জিনিস সময় মতো বাড়িতে পৌঁছেও দেন একই পাড়ার বাসিন্দা দিলীপ সাউ।

    হিন্দুস্তান টাইমস বাংলাকে দিলীপ সাউ জানান, একটি মুদিখানার দোকান চালান তিনি। এমনিতে খুব একটা কথা না বললেও দে পরিবারের দুই স্ত্রীর কাছেই দিলীপের ফোন‌ নম্বর ছিল। তারা মাঝে মাঝেই হোয়াটসঅ্যাপে মুদিখানার নানা জিনিস অর্ডার দিতেন। রবিবারও তেমনই কিছু খাবার অর্ডার দিয়েছিলেন। সময় মতো সেগুলি বাড়িতেও পৌঁছে দিয়ে এসেছিলেন তিনি।


    পাড়া প্রতিবেশীদের অনেকের মনেই এখন প্রশ্ন, কী এমন ঘটল যার জন্য খুন করা হল ওদের? যেমন শিপ্রা দাসের কথায়, ‘আমরা এখানে ২৫ বছরের বাসিন্দা। প্রণয় প্রসূনের বাবা আমাকে ভীষণ স্নেহ করত। দে বাড়ির বড় বউও খুব অমায়িক ছিল। সবসময় পুজো আচ্চা থাকলেই নিমন্ত্রণ করত বাড়িতে। যত্ন নিয়ে অ্যাপায়ন করত। বাচ্চা মেয়েটিও আমাকে সবসময় পিসি পিসি বলে ডাকত।’

    প্রণয় ও প্রসূন দেকে কীভাবে দেখেছেন এলাকার দীর্ঘদিনের প্রতিবেশীরা? হিন্দুস্তান টাইমস বাংলাকে শিপ্রা জানালেন, ‘ওদের কখনও খারাপ ব্যবহার দেখিনি। দূর থেকেই কথা হত ওই হাসি বিনিময় পর্যন্ত। কিন্তু এখন যে ঘটনা ঘটে গিয়েছে, তাতে ওদেরও সন্দেহ না করে থাকতে পারছি না। তাছাড়া পুলিশের ময়নাতদন্তও নাকি জানিয়েছে, দুই বউকে খুন করা হয়েছে।’


    আরেক প্রতিবেশী জানাচ্ছেন, ‘ছেলেকে ছাড়তে যাওয়ার সময় তাদের সঙ্গে মাঝে মাঝেই দেখা হত। উনিও হাসতেন, আমিও হাসতাম। আমার এক ছেলে তো ওঁর ছেলে যে স্কুলে পড়ত, সেদিকেরই একটি স্কুলে পড়ে। তাই যাতায়াতের সময় দেখা হয়েই যেত। কিন্তু নিজেদের ব্যাপারে বাইরের কারওর সঙ্গে একেবারেই কথা বলতেন না দুই বউ। তাই কখনও এমন ঘটনা ঘটতে পারে, ভাবিনি। পরিবারের মধ্যে কোনও অশান্তির ঘটনাও কখনও কানে আসেনি।’ অন্য এক প্রতিবেশী অবশ্য হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘ঝগড়াঝাটির আওয়াজ সেভাবে কখনও কানে আসেনি। কিন্তু ছোট বউয়ের সঙ্গে ছোট ছেলের মাঝে মধ্যে সমস্যা হত যা শুনতাম‌। তবে কার বাড়িতেই বা এমন সমস্যা হয় না! তার জন্য খুন করা যায়, ভাবতে পারছি না।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)