• গঙ্গাসাগর যাওয়ার পথে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস! জখম কমপক্ষে ১০ পুণ্যার্থী
    প্রতিদিন | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • দেব্রবত মণ্ডল, বারুইপুর: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। গঙ্গাসাগরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল বাস। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত ১০ পুণ্যার্থীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বাসটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

    জানা গিয়েছে, শুক্রবার সকালে ঘড়ির কাঁটায় সাড়ে সাতটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে যাত্রী ভর্তি বাসটি গঙ্গাসাগরে যাচ্ছিল। চৌরঙ্গীর কাছে ঘটে দুর্ঘটনা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে উলটে যায় বাসটি। বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও বিডিও কানাইয়া কুমার রাও। সকলের চেষ্টায় একে একে বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্য়ে ১০ জনের চোট গুরুতর থাকায় তাঁদের পাঠানো হয়েছে সাগর গ্রামীণ হাসপাতালে।

    পুলিশের তরফে জানানো হয়েছে, বাসটিকে উদ্ধারের কাজ চলছে। গতির কারণে দুর্ঘটনা কি না তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত যাত্রীরা।
  • Link to this news (প্রতিদিন)