কাজের সময় রাইস মিলে আচমকা ছিঁড়ে পড়ল চেন লাগানো পাটাতন। গুরুতর জখম মিলের চার শ্রমিক। শুক্রবার বাঁকুড়ার সিমলাপালের জগন্নাথপুর সংলগ্ন মিনতি রাইস মিলের ঘটনা।
যে সময়ে এই দুর্ঘটনা ঘটে, সেই সময়ে রাইস মিলে চাল মজুতের কাজ হচ্ছিল। শ্রমিকদের তরফে জানানো হয়েছে, হঠাৎ সেই সময়ে পাটাতনের চেন ছিঁড়ে পড়ে যায়। এই ঘটনায় গুরুতর জখম চার শ্রমিককে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরুণ কুম্ভকার ও বাহাদুর কুম্ভকার বলেন, চালের বস্তা মাথায় নিয়ে পাটার উপরে উঠছিলাম। ঠিক সেই সময় পাটার সঙ্গে আটকানো চেন ছিঁড়ে যায়।