• মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজ, ‘বয়ফ্রেন্ডের’ নামে অভিযোগ পরিবারের
    এই সময় | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়, চন্দ্রকোণা: এক মাধ্যমিক পরীক্ষার্থী জীবনবিজ্ঞান পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরেনি। নিখোঁজ ওই ছাত্রীর বাড়ির লোকজন প্রথমে খোঁজাখুঁজি শুরু করেন। মেয়ের কোনও সন্ধান না পেয়ে তাঁরা থানায় অভিযোগ করেন।

    পুলিশ জানিয়েছে, বুধবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের চন্দ্রকোণায়। প্রেমঘটিত কারণ মনে হচ্ছে। ওই কিশোীর বাড়ির লোক এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

    ওই কিশোরীর পরিবারের লোকজনের দাবি, চন্দ্রকোণা থানার ভাণ্ডারিয়া গ্রামের বাসিন্দা ওই মাধ্যমিক পরীক্ষার্থী বুধবার জীবনবিজ্ঞান পরীক্ষা দেয়। ওই কিশোরী চন্দ্রকোণার স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করত। তার কাছের একটি স্কুলে সিট পড়েছিল। সে তার স্কুলের সহপাঠীদের সঙ্গে পরীক্ষা দিতে গিয়েছিল।

    কিন্তু তারপর আর তার খোঁজ মেলেনি। ওই কিশোরীর বাবা জানান, মেয়ের এই এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। ওদের ফেসবুকে পরিচয়। অনেকবার তিনি এ বিষয়ে কিশোরীকে বুঝিয়েছিলেন। কিন্তু মেয়ে কোনও কথা শোনেনি বলে তাঁর দাবি। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই দিন জীবনবিজ্ঞান পরীক্ষা দেওয়ার পর এক যুবক স্কুলের সামনে এসেছিল মেয়েটি মোটরবাইক চেপে চলে যায়।

    কিশোরীর এক সহপাঠী জানান, ওই কিশোরীর এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। চন্দ্রকোণা থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘তদন্ত চলছে। আমরা মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছি।’

    দিন কয়েক আগে সরস্বতী পুজোর দিন দুই দশম শ্রেণির পড়ুয়া নিখোঁজ হয়ে গিয়েছিল। মোবাইল লোকেশন ট্র্যাক করে ওই দুই কিশোরীর খোঁজ পায় পুলিশ। তাদের উদ্ধার করা হয়।গ্রেপ্তার করা হয় দুই যুবককে। ওই দুই যুবকের সঙ্গে দুই কিশোরীর সম্পর্ক ছিল। ঘাটালে এই ঘটনা প্রায়ই ঘটছে।

    ঘাটাল কলেজের প্রাক্তন অধ্যাপক লক্ষ্মণ কর্মকার বলেন, ‘এমন ঘটনা এখন প্রায়ই ঘটছে। এ জন্য পরিবারকেও সচেতন হতে হবে। বেশি করে বাচ্চাদের সঙ্গে পরিবারের লোকজনকে মিশতে হবে। তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে। যাতে কিশোর–কিশোরীদের মনের কথা অনায়াসে তারা বাড়ির লোককে জানাতে পারে।’

  • Link to this news (এই সময়)