• ২ ছানা নিয়ে ক্যামেরায় পোজ় বাঘিনির, সুন্দরবনে চোখ জোড়ানো দৃ্শ্য
    এই সময় | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • ফের বাঘের দর্শন সুন্দরবনে। এ বার সঙ্গে বোনাস বাঘের ছানা। নদীতে থাকা লঞ্চ থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের গোটা পরিবার ক্যামেরাবন্দি করলেন পর্যটকেরা।

    মঙ্গলবার সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন একদল পর্যটক। নদীতে লঞ্চে চড়ে তাঁরা ঘুরছিলেন। দোবাঁকির জঙ্গলের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে লঞ্চ যাচ্ছিল। হঠাৎ করেই তাঁদের চোখ আটকে যায় পাড়ের দিকে। সুন্দরী গাছের জঙ্গলের ভিতর পাড়ের সামনে দেখতে পাওয়া যায় একটি বাঘ। তখনও বোঝা যায়নি সেটি বাঘিনী ছিল। একটু পরেই তার পাশে এসে দাঁড়ায় দুই বাঘের ছানা। সেই দৃশ্য মোবাইল ফোনে বন্দি করতে শুরু করেন পর্যটকরা। সেই ভিডিয়ো পরে সামনে এসেছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন। পর্যটকদের সঙ্গে বনদপ্তরের লঞ্চও ছিল। বনকর্মীরাও সেই ঘটনা দেখেছেন। তবে বাঘিনী ও দুই ছানা সম্পর্কে কোনও কথা বনকর্মীরা বলতে চাননি।

  • Link to this news (এই সময়)