• রেল লাইনে ফাটল, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে দাঁড়াল এক্সপ্রেস, দেড় ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা
    এই সময় | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • রেল লাইনে ফাটল। হুগলির বেলমুড়ি স্টেশন  রেলগেট সংলগ্ন এলাকায় লাইনে ফাটল দেখা যায়। দাঁড়িয়ে পড়ে বেঙ্গালুরু থেকে ভায়া হাওড়া গুয়াহাটিগামী এক্সপ্রেস ট্রেন। হাওড়া বর্ধমান কর্ড শাখায় আপ লাইনে ব্যাহত ট্রেন চলাচল। দেড় ঘণ্টা পর স্বাভাবিক হয় পরিষেবা।

    জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে হাওড়া এসে গুয়াহাটি ফিরছিল ট্রেনটি। বেলমুড়ি স্টেশন রেলগেট-এর কাছে লাইনে একটি ফাটল লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি গেটম্যানকে জানান। দাঁড় করিয়ে দেওয়া হয় ১২৫০৯ আপ এসএমভিটি গুয়াহাটি এক্সপ্রেস।

    খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রেলের আধিকারিকরা। ফাটলের অংশটি খতিয়ে দেখা হয়। দ্রুত সেটা মেরামতের ব্যবস্থা হয়। প্রায় আধ ঘণ্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রেলের আধিকারিকরা। ফাটলের অংশটি খতিয়ে দেখা হয়। দ্রুত সেটা মেরামতের ব্যবস্থা হয়। প্রায় আধ ঘণ্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকে বলে জানা গিয়েছে। 

    রেল যাত্রী রাজশেখর সন্ন্যাসী বলেন, ‘ভালোই গতিতে ট্রেনটা যাচ্ছিল। হঠাৎ একটা ঝাঁকুনি হয়। এর পরেই চালক বুঝতে পেরে ট্রেনটির আস্তে করে দাঁড় করিয়ে দেয়। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন।’ তবে ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি। ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও রেলের কর্মীরা দ্রুত লাইন মেরামত করে। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি রওনা দেয়।

    গেটম্যান অনিল দাস জানান, গাড়িটি যাওয়ার সময় একটি বিকট আওয়াজ হয়। রেল লাইনে ফাটল লক্ষ্য করেই কাজ শুরু করা হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, ‘তাপমাত্রার তারতম্যের কারণে ট্রেনে ফাটল দেখা গিয়েছিল। ঘটনাটি প্রথম গেটম্যান লক্ষ্য করেন। ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। দ্রুত মেরামতি ব্যবস্থা করে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে ওই লাইনে। এর জন্য একটি লোকাল ট্রেন ও মেল ট্রেন দাঁড়িয়ে যায়। যাত্রীরা সুরক্ষিত রয়েছে।’

  • Link to this news (এই সময়)