• কারখানা বন্ধের প্রতিবাদে তুমুল বিক্ষোভ, রাস্তা অবরোধ সোনারপুরে
    এই সময় | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • সোনারপুরের রামচন্দ্রপুরে গেঞ্জি কারখানা বন্ধের নোটিসে তুমুল বিক্ষোভ। সোনারপুর-ঘটকপুর রোডে অবরোধ করে পথে নামলেন ক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধের কারণে এলাকায় তীব্র যানজট। ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ। আন্দোলনকারীরা জানিয়েছে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

    সূত্রের খবরে জানা গিয়েছে, সোনারপুরের রামচন্দ্রপুরে গেঞ্জি কারখানায় বেতন নিয়ে গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কর্মীরা। ব্যাহত হয় কারখানার উৎপাদন। সমস্যার সুরাহা না হওয়ায় কর্মবিরতির ডাক দিয়েছিলেন শ্রমিকরা।

    এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আলোচনা হলেও হয়নি সুরাহা। আন্দোলনকারীদের অভিযোগ, ভয় দেখিয়ে জোর করে আন্দোলন তোলার চেষ্টা করেন কর্তৃপক্ষ।

    আন্দোলনকারীদের বক্তব্য মাইনে বাড়ানো হলেও তাঁদের বেসিক পে কমানো হয়েছে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, শ্রমিকদের পিপিএফের টাকা হাতে দেওয়া হবে। এই সব ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

    বিষয়টি নিয়ে কারখানার মালিক, ম্যানেজার-সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও মেলেনি সমাধান। সোনারপুর থানার পুলিশ ও এলাকার স্থানীয় কয়েকজন নেতা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলন প্রত্যাহারের চাপ দিচ্ছেন বলে অভিযোগ।

    এই কারখানার কাজ করেন প্রায় ৫ হাজার মহিলা কর্মী। এই আন্দোলনে সামিল হয়েছেন সকলেই। আন্দোলন প্রত্যাহারের জন্য নানান জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, তাঁদের দাবি না মেটা পর্যন্ত এই আন্দোলন চলবে।

  • Link to this news (এই সময়)