• একুশের আবেগে ছেদ পড়ল, পেট্রাপোলে মিলন হল না দুই বাংলার 
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রতি বছর হত, কিন্তু এবছরটা আর বাকি সব বছরের মতো নয়। এবছরটা অন্য। এই বছরে বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি ছেদ ফেলেছে আবেগে। অন্যান্যবারের মতো পেট্রাপোল বন্দরে দুই দেশের যৌথ উদ্যোগে উদযাপিত হচ্ছে না ভাষা দিবস।

     চেনা পেট্রাপোলে একুশে ফেব্রুয়ারিতে এবার অচেনা ছবি। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনে দুই বাংলার প্রতিনিধিরা জিরো পয়েন্টে একত্রিত হয়ে ভাষা শহিদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন করেন। চলে মিষ্টি বিনিময় । দুই বাংলার বন্ধন কে আরও দীর্ঘস্থায়ী করতে এপার বাংলা ওপার বাংলার নির্বাচিত প্রতিনিধিরা বার্তা দেন।

     দুই বাংলার মানুষ জিরো পয়েন্টে একত্রিত হয়ে  আলিঙ্গনে আবদ্ধ হয় , তার মাধ্যমেই মেলবন্ধন হয় দুই বাংলার। রক্তদান শিবিরের আয়োজন করা হয় দুই বাংলার মধ্যে । এবার দুই বাংলার সেই আবেগে ছেদ পড়ল। 

    বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জেরে জিরো পয়েন্টে এবার ভাষা দিবসের অনুষ্ঠান হচ্ছে না। দূর দূরান্ত থেকে অন্যান্য বছরের মতোই বহু মানুষ এসেছিলেন। কিন্তু এসে হতাশ হয়েছেন। 

    শিল্পী সাহিত্যিকবা বলছেন, ‘আবেগে ছেদ পড়ল দুই বাংলার মিলনে । প্রতিবছর মাতৃভাষা দিবস উপলক্ষে দুই বাংলার শিল্পী সাহিত্যিকরা একত্রিত হই । প্রতিবছর ওপার বাংলার সাহিত্যিকরা আমাদের ফোন করেন।  আগে থেকেই প্রস্তুত থাকে সব।  কিন্তু এবার আমাদের এই চেনা ছবি  আর নেই  । তবে, দেশের নিরাপত্তা আগে ।‘  

    অন্যদিকে বনগাঁ পঞ্চায়েত সমিতি ও ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাতৃভাষা দিবসের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । 

    পেট্রাপোল সীমান্তে ভাষার আবেগের ছেদ পড়লেও, বনগাঁ পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ইছামতির তীরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
  • Link to this news (আজকাল)