• বিশ পেটি নেহি মিলা তো ঠোক দুঙ্গা, ডি কোম্পানির নাম করে হুমকি ফোন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে...
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মালদার ইংলিশবাজার পুরসভায় চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি। ২০ লক্ষ টাকা না পেলে তাঁকে এবং তাঁর পরিবারকে মেরে দেওয়া হবে বলে কৃষ্ণেন্দুকে ফোন করে হুমকি দেওয়া হয়। গোটা বিষয়টি কৃষ্ণেন্দু স্থানীয় থানায় জানান। এরপরেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। 

    এবিষয়ে কৃষ্ণেন্দু জানান, শুক্রবার সকালে তিনি একটি মন্দিরে মূর্তি নিয়ে যান। সেইসময় তাঁর মোবাইল ফোনে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি 'ডি কোম্পানি'র নাম করে হিন্দিতে তাঁকে বলেন, কৃষ্ণেন্দুকে একটি মেসেজ পাঠানো হয়েছে। সেই মেসেজ কৃষ্ণেন্দু দেখেছেন কিনা। কৃষ্ণেন্দুর কথায়, 'আমি জানাই মেসেজ দেখতে পারিনি।' নিজেকে  প্রদীপ বলে পরিচিত করে এরপরেই ওই ব্যক্তি বলে সে ডি কোম্পানির লোক। কৃষ্ণেন্দু যদি ২০ পেটি বা ২০ লক্ষ টাকা না পাঠায় তবে পরিবার সমেত সকলকে গুলি করে দেওয়া হবে। মন্দিরের কাজ শেষ করে এরপরেই কৃষ্ণেন্দু স্থানীয় ইংরেজবাজার থানায় গোটা বিষয়টি জানান। উল্লেখ্য, অপরাধ জগতে ডি কোম্পানি বলতে কুখ্যাত অপরাধী দায়ুদ ইব্রাহিমের গ্যাং বা দলকে বোঝানো হয়। 

    একটা সময় বামেদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করা কৃষ্ণেন্দু মালদা জেলায় যথেষ্টই ডাকাবুকো নেতা বলে পরিচিত। আন্দোলন করতে গিয়ে অনেকবারই তাঁর জীবন সংশয় হয়েছে। ফলে এবারের এই হুমকি ফোন তিনি কীভাবে নিচ্ছেন সেবিষয়ে জানতে চাওয়া হলে কৃষ্ণেন্দু জানান, 'ভয় পাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।' কার্যত একের পর এক ঘটনায় বারবার সংবাদ শিরোনামে এসেছে মালদা। চলতি বছরের জানুয়ারি মাসে তাড়া করে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা ও ইংলিশবাজার পুরসভার পুরপিতা দুলাল সরকারকে। সম্প্রতি বিধায়ক ও জেলার তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্রের গাড়ির পিছনে ধাওয়া করে একটি সন্দেহজনক গাড়ি। স্বাভাবিকভাবেই কৃষ্ণেন্দুর ঘটনাটিকে মোটেও হালকাভাবে দেখছে না জেলা ও রাজ্য প্রশাসন।
  • Link to this news (আজকাল)