আজকাল ওয়েবডেস্ক: বিডিওকে অফিসে ঢুকে হুমকি। শাসকদলের নেতার বিরুদ্ধে উঠল অভিযোগ। পুলিশের কাছে দায়ের হল অভিযোগ। শুরু হয় হয়েছে তদন্ত। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, তিনি কোনও হুমকি দেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকে।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে কয়েকজন সঙ্গীকে নিয়ে সাগরদিঘির বিডিও সঞ্জয় শিকদারের অফিসে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি নূরে মেহবুব আলম। সেখানে কোনও একটি বিষয়ে বিডিও'র সঙ্গে তিনি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বলে জানা যায়। রাতে বিডিওর তরফে সাগরদিঘি থানায় মেহবুব আলমের বিরুদ্ধে হুমকির অভিযোগ দায়ের করা হয়। এবিষয়ে মেহেবুব আলমের দাবি, এলাকায় টিউবওয়েলের সমস্যা থাকায় এলাকার লোক জল পাচ্ছেন না। তাঁরা খুব জল সঙ্কটের মধ্যে আছেন। বিষয়টি নিয়ে এর আগেও বিডিওর নজরে এনেছি এবং বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করে যাতে খারাপ হয়ে থাকা টিউবওয়েলগুলো দ্রুত মেরামত করা হয় সেই অনুরোধ করেছিলাম।'
ব্লক সভাপতির অভিযোগ. 'ওই সময় বিডিও নিজে আমার সঙ্গে দুর্ব্যবহার করে বলেন আমি যে কোনও জায়গায় অভিযোগ জানাতে পারি। আমি তাঁর সঙ্গে কোনও খারাপ ব্যবহার করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।' এবিষয়ে বিডিও জানিয়েছেন, তিনি বাইরে আছেন। এই মুহূর্তে কিছু বলতে পারবেন না।
ঘটনা প্রসঙ্গে সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস বলেন, 'আমাদের দলের কোনও পদাধিকারী যদি পুলিশকে হুমকি দেয় তবে পুলিশ তদন্ত করবে। দল কোনও অন্যায় বরদাস্ত করবে না।'