পাত্রের বয়স ৯০ ছুঁই ছুঁই, পাত্রীর বয়স ৫০, ধুমধাম করে বিয়ে দিল দুই পরিবার
আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একেবারে অন্যরকম বিয়ে। যার আয়োজন করতে পেরে আনন্দিত দুই পরিবার। কোচবিহারের মাথাভাঙ্গা পশ্চিম পাড়ায় আয়োজিত এই অভিনব বিয়ের আসরে উপস্থিত ছিলেন বহু লোক। তবে পাত্র বা পাত্রী কেউই মানুষ নয়। দুটি গাছ। একটি বট এবং অপরটি পাকুড়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরেই রয়েছে এই দুটি গাছ। একসঙ্গে পাশাপাশি দীর্ঘদিন ধরে বেড়ে উঠলে বিয়ে দিতে হয় এরকম নিয়মও সমাজে আছে। বিষয়টি জানার পর এলাকায় দুটি পরিবার সিদ্ধান্ত নেয় তাদের বিয়ে দিতে হবে। বরপক্ষ ও কন্যাপক্ষ, দুটি ভাগে ভাগ হয়ে যায় দুই পরিবার।
বায়না করা হয় ব্যান্ড পার্টি। আসেন পুরোহিত। বিয়ের সমস্ত রীতি মেনে বাজনা বাজিয়ে আয়োজন করা হয় অনুষ্ঠানের। ভিড় করে অনুষ্ঠান দেখতে আসেন মাথাভাঙার বাসিন্দারা। আমন্ত্রিত অতিথি ছিলেন প্রায় তিনশোর কাছাকাছি। বরযাত্রীরা আসেন ব্যান্ড বাজিয়ে। বিয়ে শেষে সকলেই পাত পেড়ে খেতে বসেন। উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
উদ্যোক্তারা জানান, যেভাবে ছেলে ও মেয়ের বিয়ে হয় সেভাবেই এই বিয়ের আয়োজন করা হয়েছিল। স্থানীয় লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল। সকলের মিলিত উদ্যোগেই এই বিয়ে হয়েছে। সকলেই যোগ দিতে পেরে খুশি।