• হস্টেলের প্রবেশ নিয়মে বিরক্ত ছাত্ররা, রাতের অবরোধে উত্তাল যাদবপুর
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েছে।  যাদবপুরকে সবসময় মুক্তচিন্তার স্থান হিসেবে বর্ণনা করা হলেও, সম্প্রতি কর্তৃপক্ষ বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করেছে যা শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নয়। তাঁদের অভিযোগ, রাতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবাধ যাতায়াতের ওপর বাধা সৃষ্টি করা হয়েছে নতুন নিয়মে। সেই ক্ষোভ থেকেই প্রথম বর্ষের পড়ুয়ারা উপাচার্যের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে।

    ছাত্রছাত্রীদের প্রধান দাবিগুলো কী?

    রাত ১১টার পর হস্টেলের দরজা বন্ধ করে দেওয়া হয়, যার ফলে একটি হস্টেল থেকে অন্য হস্টেলে কোনও জরুরি কাজে যাওয়া সম্ভব হয় না। এই নিয়মের বিরোধিতা করে প্রথম বর্ষের পড়ুয়ারা অবাধে যাতায়াতের দাবি জানিয়েছে।

    শুধু তাই নয়, হস্টেলের বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন ফ্যান, লাইট, ওয়াটার কুলার ইত্যাদির সমস্যার সমাধানের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে তাঁরা। একই সঙ্গে, হস্টেলের ছাদ ২৪ ঘণ্টা খোলা রাখারও দাবি জানানো হয়েছে।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান কী?

    গত কয়েক বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলো একাধিক বিতর্কিত ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, বিশেষ করে র‍্যাগিং সংক্রান্ত সমস্যার কারণে। প্রথম বর্ষের ছাত্রদের মধ্যে ভীতি তৈরি হয়েছে, যা কাটানোর লক্ষ্যে কর্তৃপক্ষ বেশ কিছু নিয়ম আরোপ করেছে। রাত ১১টার পর অবাধ প্রবেশের নিষেধাজ্ঞা সেই নিয়মেরই অংশ। তবে এই নিয়মের বিরুদ্ধেই ক্ষুব্ধ হয়েছে ছাত্রছাত্রীদের একাংশ।

    উল্লেখযোগ্য যে, দীর্ঘ টানাপড়েনের পর গত বছরই নতুন উপাচার্য হিসেবে বৈদ্যুতিন দূরসংযোগ বিভাগের অধ্যাপক ভাস্কর গুপ্তকে নিয়োগ করা হয়। এবার সেই নতুন উপাচার্যের অফিসে তালা ঝুলিয়ে দিল প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের আন্দোলনকারী দল।
  • Link to this news (আজকাল)