• শিল পড়বে, বৃষ্টির সঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ১০ জেলায় অ্যালার্ট
    আজ তক | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি এই দু'দিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জোড়া ঘূর্ণাবর্তের অবস্থানে আবহাওয়া বদলাচ্ছে। রাজস্থান এবং অসমে দু'টি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে এগোবে। এছাড়াও, ওয়েস্টার্লি জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত।

    দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২১ ফেব্রুয়ারি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার এক বা দুটি জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। 

    দক্ষিণবঙ্গে কবে, কোথায় বৃষ্টি?
    অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে শিলাবৃষ্টি এবং ৪০- ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, নদিয়া জেলা এবং বজ্রঝড় ও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে।

    ২২ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিবেগে এক বা দু'জায়গায় বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। ২৩ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

    আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি ওপরে। আজ শহরের আকাশ সারাদিনই মেঘলা থাকবে।  
  • Link to this news (আজ তক)