বিধান সরকার: ফের রেলপথে বিপত্তি। লাইনে ফাটল! অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। যুদ্ধকালীন তত্পরতায় চলছে মেরামতি কাজ। ট্রেন চলাচল ব্য়াহত হাওড়া বর্ধমান কর্ড শাখায়।
হাওড়া-বর্ধমান কর্ড শাখায় একটি স্টেশন বেলমুড়ি। স্টেশনের কাছে রেলগেট। রেলগেট পেরিয়ে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। আজ, শুক্রবার সকাল রেলগেটের কাছে লাইনে ফাটল দেখতে পান তাঁরা। সঙ্গে বিষয়টি জানানো হয় গেটম্যানকে। এরপর যখন বেলমুড়ি স্টেশনের স্টেশন মাস্টারের কাছে খবর পৌঁছয়, তখন তড়িঘড়ি সিগন্যাল রেড করে দেওয়া হয়।
এদিকে ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেসকে। ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরার। শেষ খবর অনুযায়ী, লাইন মেরামতি কাজ চলছে। তবে বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেসকে দাঁড়িয়ে থাকলেও, পাশের রিভার্স লাইন দিয়ে অন্য ট্রেনগুলি পার করিয়ে দেওয়া হচ্ছে। মেরামতি কাজ শেষ হলেই ফের গন্তব্যের উদ্দেশ্য়ে রওনা দেবে বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস।
কেন এমনটা ঘটল? বাংলার থেকে শীত প্রায় বিদায় নিয়েছে। তাপমাত্রা বাড়ছে। রেল সূত্রে খবর, তাপমাত্রার তারতম্যে জন্যই রেললাইনে ফাটল দেখা দেয়। কোনও ট্রেন যদি ওই লাইনে উপর দিয়ে যেত, সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।