• সোদপুরের মাঠে মিলল মানুষের খুলি! ঘনীভূত রহস্য
    প্রতিদিন | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: জনবহুল এলাকার মাঠে মিলল মানুষের খুলি! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়াল উত্তর ২৪ পরগনার সোদপুরে। ইতিমধ্যেই সেটি উদ্ধার করেছে পুলিশ। পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। কিন্তু কীভাবে জনবহুল এলাকায় খুলিটি এল? নেপথ্যে কে বা কারা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    উত্তর ২৪ পরগনার সোদপুরের অমরাবতী খেলার মাঠের পাশে রয়েছে আবর্জনার স্তূপ। শুক্রবার তার পাশেই মাটি খোঁড়ার কাজ চলছিল। সেই সময় শ্রমিকরা বোঝেন মাটির নিচে শক্ত কিছু একটা রয়েছে। এরপরই মেলে রক্তমাখা মানুষের মাথার খুলি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। খুলিটি উদ্ধার করে তাঁরা প্রয়োজনীয় পরীক্ষার জন্য পাঠিয়েছেন বলে খবর।

    এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কীভাবে জনবসতিপূর্ণ এলাকায় ওই খুলি এল, নেপথ্যে কে বা কারা থাকতে পারে, এহেন হাজারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে স্থানীয়রা মুখে কুলুপ এঁটেছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, খুলিটি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মাঠে মাথার খুলিটি এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)