দেবব্রত মণ্ডল, বারুইপুর: ঘর থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কালীতলা আশুতি থানা এলাকায়। তরুণী কেন আত্মঘাতী হলেন তা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম সারা নিশাদ। বয়স ১৯ বছর। তিনি চট্টাশেখ পাড়ার বাসিন্দা। তরুণী মহেশতলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। দুই বোন ও মা সঙ্গে থাকতেন। বাবা পেশায় চিকিৎসক। তিনি কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন।
পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়ার পর নিজের রুমে চলে যান সারা। শুক্রবার বেলা গড়িয়ে গেলেও তরুণী দরজা না খোলায় সন্দেহ জাগে পরিবারের সদস্যদের। সকাল ৯ নাগাদ বিস্তর ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে দরজা ভাঙতে দেখা যায় সিলিংয়ের সঙ্গে ঝুলছেন তরুণী। খবর যায় কালিতলা আশুতি থানায়। পুলিশ তাঁকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট মিলেছে। তাতে লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে পড়ুয়া কেন আত্মহত্যা করলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেহ ময়নাতদন্ত পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরিবার এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চায়নি।