নিরুফা খাতুন: পূর্বাভাস সত্য়ি করে বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে তুমুল বৃষ্টি। যার জেরে এক ধাক্কায় অনেকটা কমল তাপমাত্রা। শুক্রবারের তিলোত্তমার তাপমাত্রা নেমেছে ১৮-এর ঘরে। সকালের দিকে শহরজুড়ে রীতিমতো অনুভূত হল শীতের শিরশিরানি। জেলাগুলোতেও নেমেছে পারদ।
জোড়া ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। বেলা বাড়তেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী রবিবার পর্যন্ত একইরকম থাকবে আবহাওয়া (WB Weather Update)। শুক্রবারও বৃষ্টিতে ভিজবে বাংলা। কলকাতার আকাশও থাকবে মেঘলা। দু-এক পশলা বৃষ্টি হতে পারে। আগামিকাল শনিবার দিনভর মেঘলা থাকবে আকাশ, বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি।
জানা গিয়েছে, আজ, শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। তুষারপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার পর্যন্ত। সিকিমে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। উল্লেখ্য, ভারী বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশে। আগামিকাল বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশায় শিলাবৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরা এবং ঝাড়খণ্ড বিহার ওড়িশাতে। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গ এবং সিকিমে।