আসানসোল লাগোয়া জামুড়িয়ায় শহরের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির ওপর হামলার অভিযোগ বালু মাফিয়াদের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জামুড়িয়ার অজয় নদ লাগোয়া এলাকায়। বেলচা, থান ইঁট নিয়ে জিতেন্দ্র তিওয়ারির ওপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। তবে জিতেনবাবুর কোনও আঘাত লাগেনি। বালি পাচারের জন্য পুলিশকে কাঠগড়ায় তুলেছেন তিনি।
জামুড়িয়ায় অজয় নদ থেকে প্রশাসনের মদতে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। যেখানে বালি তোলা হচ্ছে তার অদূরেই রয়েছে সরকারি জল প্রকল্পের ইনটেক। অভিযোগ, এমন করে বালি তোলার ফলে জল প্রকল্পের ইনটেক থেকে নদের প্রবাহ সরে যাওয়ার আশঙ্কা রয়েছে। যার ফলে বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট দেখা দিতে পারে। এই নিয়ে দিন কয়েক আগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় মহিলারা। অভিযোগ তার পরেও বালি তোলা বন্ধ হয়নি।
শুক্রবার দুপুরে ঘটনাস্থলে যান বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। সেখানে তিনি পৌঁছতেই তাঁকে থান ইঁট বেলচা নিয়ে আক্রমণ করে বালি মাফিয়ারা। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে এলাকা ছাড়েন জিতেনবাবু।
এর পর তিনি বলেন, এখানে বালি তোলার ফলে জল বন্ধ হয়ে গেলে যারা বালি তুলছে তারাও জল পাবে না। এর সাময়িক লাভের জন্য আগামীর কবর খুঁড়ছে। প্রশাসন সব জানে। এর পিছনে প্রশাসনেরও প্রচ্ছন্ন মদত রয়েছে। যারা হামলা করেছে তারা দুষ্কৃতী। তাদের পিছনে তৃণমূলের হাত থাকতে পারে।