• জামিনের ৪ দিনের মাথায় প্রাথমিক মামলায় কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট দিল CBI
    হিন্দুস্তান টাইমস | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্তর্বতী জামিন পাওয়ার সবে কয়েকদিন বাড়ির বিছানায় শুতে পেরেছিলেন তিনি। কিন্তু তাতেও স্বস্তি নেই কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের। জামিন পাওয়ার কয়েকদিনের মধ্যে তাঁর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। একই সঙ্গে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জশিট পেশ করেছেন তদন্তকারীরা। প্রাথমিক স্কুলে অযোগ্যদের নিয়োগের বিনিময়ে আদায় করা কোটি কোটি টাকা কী ভাবে পৌঁছেছে সুজয়কৃষ্ণের সংস্থায় তার উল্লেখ রয়েছে চার্জশিটে। 

    নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের মামলায় গত মঙ্গলবার অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ। তাঁর শারীরিক অবস্থা দেখে মানবিক কারণে তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত। জামিনের শর্ত হিসাবে বাড়ি থেকে হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারবেন না সুজয়কৃষ্ণ। এমনকী বাড়িতে থাকলেও সিবিআই তাঁর ওপর নজরদারি চালাবে। 

    কঠোর শর্তে জামিন হলেও দীর্ঘদিন পর বাড়িতে ফিরতে পেরে কিছুটা স্বস্তি পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হল না বেশিদিন। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে পুলিশ। চার্জশিটে কী ভাবে দুর্নীতির টাকা কাকুর কোম্পানিতে ঢুকেছে তা জানানো হয়েছে। 

    নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলায় আগেই জামিন পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। এর পর তাঁকে হেফাজতে নেয় সিবিআই। তদন্তের স্বার্থে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা প্রয়োজন বলে আদালতকে জানান সিবিআইয়ের আধিকারিকরা। ওদিকে সিবিআই কণ্ঠস্বরের নমুনা চাইতেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে একের পর এক হাজিরা এড়াতে থাকেন কাকু। আদালতও ঠারে ঠোরে জানিয়ে দেয়, কণ্ঠস্বরের নমুনা না দিলে জামিন পাবেন না সুজয়কৃষ্ণ। এর পর গত ১১ ফেব্রুয়ারি অবশেষে আদালতে হাজিরা দেন তিনি। সেদিন আদালতেই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিবিআই। এর পর জামিন পান তিনি। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)