• অবৈধ বালি খাদান বন্ধ করতে গিয়ে অশান্তি, জামুড়িয়ায় বিক্ষোভের মুখে জিতেন্দ্র
    এই সময় | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ। জামুড়িয়ায় বালি খাদান এলাকা পরিদর্শনে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। জিতেন্দ্রকে ‘গো ব্যাক স্লোগান’, ধাক্কাধাক্কি দেওয়ার অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    শুক্রবার সকালে প্রায় এগারোটা নাগাদ জামুড়িয়ার দরবারডাঙা ঘাটে পরিদর্শনে যান জিতেন্দ্র তেওয়ারি। তিনি যাওয়া মাতৃ বালি পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তেড়ে যায়। জিতেন্দ্রকে ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া শুরু হয়। জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকায় সমস্যা হয়নি। তবে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি, মারামারি হয় স্থানীয় বালি পাচারকারীদের।

    জিতেন্দ্র তিওয়ারি জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। দরবারডাঙা ঘাটে একটি জল প্রকল্প রয়েছে। এ ভাবে বালি তোলা হলে জল প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হতে পারে। অবিলম্বে বালি তোলা বন্ধ করার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

    জিতেন্দ্র বলেন, ‘স্থানীয় মণ্ডল সভাপতি বিষয়টি নিয়ে আমাকে খবর দেয়। এরকমভাবে বালি তোলা হলে জল প্রকল্পের ক্ষতি হতে পারে। সেটাই সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে এসেছিলাম।’

    তবে বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি.শিবদাসন দাসু বলেন, ‘ওঁর নিশ্চয়ই কিছু স্বার্থ রয়েছে। সেই কারণেই ওখানে গিয়েছিলেন। এলাকায় উত্তেজনা তৈরি করতে গিয়েছেন। যদি নির্দিষ্ট কিছু অভিযোগ থাকে, তা হলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে পারেন।’

  • Link to this news (এই সময়)