সোদপুরে একটি মাঠ থেকে উদ্ধার হলো মানুষের খুলি। আর এই নিয়েই রীতিমতো শোরগোল পড়ে গেল খড়দা থানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোদপুরের অমরাবতী মাঠে একটি আবর্জনার ভ্যাট রয়েছে। শুক্রবার তারই আশেপাশে মাটি খোঁড়ার কাজ করছিলেন কয়েকজন কর্মী। সে সময়েই মাটির নীচ থেকে উদ্ধার হয় মানুষের মাথার খুলি। আর তা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় খড়দা থানায়। সেই খুলিটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
ওই খুলিটি কত দিন পুরনো? কে তা পুঁতে গিয়েছিল? উঠছে এই সমস্ত প্রশ্ন। যদিও পুলিশ জানাচ্ছে, গোটা ঘটনাটির প্রেক্ষিতে তদন্ত চলছে। ওই খুলিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট সামনে আসার পরেই বোঝা সম্ভব হবে তা কত বছর পুরনো বা তা নারী না পুরুষের।
এই খুলি উদ্ধারের ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আতঙ্কিত স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘এই এলাকা বেশ জনবহুল। আলোও রয়েছে পর্যাপ্ত। বহু মানুষের যাতায়াত সেখানে। এমন একটি জায়গা থেকে খুলি উদ্ধার ভয় ধরানোর জন্য যথেষ্ট।’ তদন্তের স্বার্থে এখনই কোনও মন্তব্য করতে নারাজ পুলিশ। তবে তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ়ও খতিয়ে দেখা হতে পারে বলে জানা যাচ্ছে। ওই খুলিটি কার? তা ফেলেই বা গিয়েছিল কে? উঠছে সেই প্রশ্ন।