• প্রথম বর্ষের হস্টেলে ‘স্বাধীনতা’র আর্জি যাদবপুরে
    আনন্দবাজার | ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • ধুয়ো উঠেছে, ‘আমরা স্বাধীনতা চাই’! আর এই ‘স্বাধীনতা আন্দোলনের’ ধাক্কায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের নতুন করে হস্টেলে প্রথম বর্ষের নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন। ইউজিসি-র নিয়ম মেনে যাদবপুরে প্রথম বর্ষের আলাদা ছাত্রাবাস চালু হয়েছে এই শিক্ষাবর্ষে। সেই ছাত্রাবাসের নিয়ম উড়িয়েই রাতে যখন খুশি ফেরার নিয়ম প্রতিষ্ঠা করতে তৎপর পড়ুয়াদের একাংশ।

    যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়াদের কারও কারও অভিযোগ, রাত ১০টা বাজলেই হস্টেলের গেটে তালা পড়ে যাচ্ছে। রাত ১০টার মধ‍্যে ছাত্রদের হস্টেলে ঢুকতে বাধ‍্য করা হচ্ছে। বৃহস্পতিবার উপাচার্যের দফতর অরবিন্দ ভবনে অভিযানও করেন ওই ছাত্রেরা। রাতে অন্তর্বর্তী উপাচার্যের ঘরে তাঁরা তালা ঝুলিয়ে দেন। তবে অন্তর্বর্তী উপাচার্য‍ ভাস্কর গুপ্ত তখন ছিলেন না। ওই ছাত্রদের দাবি, শুক্রবার উপাচার্য এসে দাবি মানলে তবেই তালা খোলা হবে। যাদবপুরের ডিন অব স্টুডেন্টস রজত রায় পরে বলেন, “ইউজিসি-র দাবি মেনেই তো প্রথম বর্ষের জন‍্য আলাদা হস্টেল, নিরাপত্তার বন্দোবস্ত হয়েছে।”

    ২০২৩-এর অগস্টে র‌্যাগিংয়ের জেরে মেন হস্টেলে নদিয়া থেকে আসা প্রথম বর্ষের ছাত্রের মৃত‍্যু এখনও দগদগে ক্ষত যাদবপুরে। ওই ঘটনায় পরোক্ষ ভাবে জড়িত কয়েক জন ছাত্রের বিরুদ্ধে এখনও পদক্ষেপ করতে ব‍্যর্থ কর্তৃপক্ষ। তবে ক‍্যাম্পাসের ভিতরে ওল্ড পিজি এবং নিউ ব্লক হস্টেলে ২০২৪-এ ঢোকা প্রথম বর্ষের থাকার ব‍্যবস্থা হয়। হস্টেল বণ্টন কমিটির সদস‍্য, অধ‍্যাপক রাজ‍্যেশ্বর সিংহ বলছেন, “ছাত্রদের দরকারে রাত ১১টা পর্যন্ত তাঁদের বাইরে থাকার অনুমতি দেওয়া যায়। দেখা হচ্ছে, প্রথম বর্ষের দু’টি হস্টেলের আবাসিকেরা যাতে রাত ১১টা পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে যাওয়া-আসা করতে পারেন। কিন্তু অন‍্য বর্ষের ছাত্রেরা বেশি রাতে প্রথম বর্ষের হস্টেলে আসতে পারবেন না।” যাদবপুরে মেয়েদের হস্টেলেও রাত ১১টার মধ‍্যে ফেরার নিয়মই চালু রয়েছে।

    অভিযোগ, প্রথম বর্ষের একটি হস্টেলে রাতে ছাদের দরজা ভাঙা হয়। যাদবপুর কর্তৃপক্ষ প্রথম বর্ষের হস্টেলের ছাদও রাতে ব‍্যবহার করতে দিতে নারাজ। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “ক‍্যাম্পাসের কয়েকটি জায়গায় সিসি ক‍্যামেরার অভাব এবং নেশার আসর বসা নিয়ে আমরা উদ্বিগ্ন। তা ছাড়া, প্রথম বর্ষের ছাত্রদের নিরাপত্তায় হস্টেলে এটুকু শৃঙ্খলা বজায় রাখতে যাদবপুর দায়বদ্ধ।”

    বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রথম বর্ষের পড়ুয়াদের মধ‍্যে কলা ও বিজ্ঞান বিভাগের বেশির ভাগের নিয়ম মানায় আপত্তি নেই। তবে, ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের কেউ কেউ গররাজি। এসএফআইয়ের তরফে তুলনামূলক সাহিত্যের ছাত্র অভিনব বসু অবশ‍্য রাত ১১টার পরে প্রথম বর্ষের হস্টেলের বিধিনিষেধে সমস‍্যা নেই বলেই মনে করছেন। প্রথম বর্ষের হস্টেলে জল বা ওয়াইফাই সমস্যা নিয়েও কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রদের কথা হয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)