চুঁচুড়ায় হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ...
আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৫
মিল্টন সেন, হুগলি: সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে এবং হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে চুঁচুড়া রবীন্দ্রভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, কর্মাধ্যাক্ষ সুবীর মুখার্জী, নির্মাল্য চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক তথা কর্মাধ্যাক্ষ অসীম মাঝি, চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায় প্রমুখ।
ভাষা শহিদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ নিবেদন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয়। এরপর বাংলা ভাষা এবং ভাষা দিবস নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন অনুষ্ঠানে ২১ শে ফেব্রুয়ারি নিয়ে নিজের লেখা কবিতা পাঠ করেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি।
প্রতি বছরের মতো এবারও দেশপ্রিয় পার্কের 'অমর একুশে' উদ্যানে পালিত হয় আন্তর্জাতিক ভাষা দিবস। এবারের ভাষা দিবস উৎসর্গ করা হয়েছে 'বাংলায় গান গাই'-এর স্রষ্টা সদ্যপ্রয়াত সঙ্গীতকার প্রতুল মুখোপাধ্যায়কে। মঞ্চে তাঁর ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করে, তাঁর বিখ্যাত গানটি গেয়ে শুরু হয় অনুষ্ঠান।
দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, "ভাষা কারও একার কেনা নয়। সকলের কাছে সকলের মায়ের ভাষা প্রিয় হবেই। তা নিয়ে বাড়তি আবেগ থাকবে। আমরা এই দিনটাকে পালন করব না, তা তো হতেই পারে না। অন্য দেশের ব্যাপারে আমরা কিছু বলতে পারব না। আমরা আমাদের কথাই বলতে পারি।"