• বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই খুন মহিলাকে! মহম্মদবাজারের ঘটনায় গ্রেপ্তার দুই, তদন্ত জারি পুলিশের
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মহম্মদবাজারের খুনের ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কিনারা। গ্রেপ্তার মৃতার প্রেমিক নয়ন বিত্তার। পুলিশ জানিয়েছে, তার বাড়ি মল্লারপুর থানা এলাকার মাঠমহুলায়। অন্যদিকে অভিযুক্তকে লুকানোর অভিযোগে গ্রেপ্তার তার সঙ্গী সুনীল মীর্ধা। সে মল্লারপুর থানা এলাকার বোলগাছির বাসিন্দা। এছাড়া আরও দু'জনকে খুনে জড়িত থাকার সন্দেহ থেকে আটক করা হয়েছে। এমনকী ধৃতকে জিজ্ঞেসাবাদ করে মৃতার মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

    জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, ধৃতদের দু'জনের বাড়ি মল্লারপুর থানায়। মৃত মহিলার সঙ্গে নয়নের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এবং খুন করার পর নয়নকে আশ্রয় দেয় সুনীল। ওই মহিলার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দু'জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আরও দু'জনকে আটক করা হয়েছে৷ 

    পুলিশের তরফ থেকে আটজনের একটি টিম তৈরি করে তদন্ত করা হচ্ছে। নয়নকে জিজ্ঞাসা করে জানা গেছে, গতকাল রাতে ওই মহিলার বাড়ি গিয়েছিল সে। তারপরই খুন করা হয়। দু'জনকে মল্লারপুরের দিয়ারা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকী দিয়ারা গ্রাম থেকেই মৃতার মোবাইলটিও উদ্ধার করা হয়েছে।
  • Link to this news (আজকাল)