আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার্থীদের ভাল ফলের জন্য আগাম শুভেচ্ছা। আগামী দিনে আরও বেশি উজ্জ্বল হোক তোমাদের জীবন। পরীক্ষা শেষ হলেই তোমাদের পরের চিন্তা এরপর কী? কী নিয়ে পড়ব? কোথায় ভর্তি হব?
নিজের ভবিষ্যতের সঠিক দিশার জন্য দরকার আগাম পরিকল্পনা। এখন আর আগের মতো প্রথাগত পড়াশোনা নয়, অনেকেই বেছে নিচ্ছে নতুন নতুন বিষয়। বর্তমান পরিস্থিতিতে কাজের বাজার মন্দা- এই ধারনা কিন্তু একদমই ভ্রান্ত। তোমার পরীক্ষার ফল যেমনই হোক না কেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রত্যেকের জন্যই আছে নানা কাজের সুযোগ। বর্তমানে কাজের বাজারে তীব্র প্রতিযোগিতা থাকলেও নতুন নতুন কাজের সুযোগের নানা দিগন্তও কিন্তু খুলেছে। নতুন নতুন পেশার সন্ধান দিচ্ছে নানা সংস্থা। কিন্তু সেই সব নতুন নতুন পেশায় কাজের সুযোগ তখনই তোমরা পাবে যখন সঠিক কোর্সে সঠিক কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। পাবে সঠিক প্রশিক্ষণ। সেই সঠিক প্রশিক্ষণ তারাই দেবে যে কলেজ বা ইউনির্ভাসিটিতে থাকবে প্রশিক্ষিনপ্রাপ্ত শিক্ষক বা ফ্যাকাল্টি। যে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে আধুনিক পরিকাঠামো। যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়লে তোমাদের নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে। নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি হবে। এই শিক্ষাপ্রতিষ্ঠানই তোমাকে ভবিষ্যতে ঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিশা দেখাবে।
পড়াশোনা শেষ করে তোমরা তোমাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে দেবে। ভিন রাজ্যে গিয়ে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হওয়া নয় , এই রাজ্যেই উচ্চ শিক্ষায় তোমার স্বপ্ন ডানা মেলতে পারে। আগামী দিনে তোমাদের ভবিষ্যতকে আরও বেশি উজ্ব্বল করতে এসএনএউ বদ্ধপরিকর। তোমাদের পাশে, তোমাদের সাথে আছ এসএনইউ।