• বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে উদযাপিত হল না মাতৃভাষা দিবস
    দৈনিক স্টেটসম্যান | ২২ ফেব্রুয়ারি ২০২৫


  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নিয়ে বিশ্বভারতীর পুরনো রীতিতে ছেদ পড়ল। এবার আর সেখানে উদযাপিত হল না মাতৃভাষা দিবস। বাতিল করা হয়েছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও। পরিবর্তে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠান হয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে।

    কিন্তু এবার বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে কেন হল না মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান? বিষয়টি নিয়ে রাজ্যের বুদ্ধিজীবী মহলে নানান প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অনেকে ধারণা করেছেন, বাংলাদেশের জটিল পরিস্থিতির কালো ছায়া পড়েছে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য কারণ হিসেবে অন্য ব্যাখ্যা দিয়েছে। বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ ভবনের সংস্কারের কাজ চলছে। সেজন্য এবার অনুষ্ঠান করা যায়নি। এব্যাপারে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, এখন বাংলাদেশ ভবনের সংস্কারের কাজ চলছে। সেজন্য মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পরিবর্তন করে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

    তবে শুক্রবার ভাষা দিবস উপলক্ষে সকালে বর্ণাঢ্য পদযাত্রা হয় বিশ্বভারতী চত্বরে। পূরবী গেট থেকে তা শুরু হয়। সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপাচার্য বিনয় কুমার সোরেন, অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়, জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ সহ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্বভারতীর কয়েকজন পড়ুয়া জানিয়েছেন, এবার বাংলাদেশ ভবনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান না হলেও সকালে ছাত্র-ছাত্রী ও অধ্যাপকদের মিলিত বর্ণাঢ্য পদযাত্রা ছাড়াও আলপনা দিয়ে রাঙিয়ে তোলা হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা।

    উল্লেখ্য, অতীতে বিশ্বভারতীর বিভিন্ন ক্যাম্পাসে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান করা হয়েছে। কিন্তু বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনের উদ্বোধনের পর ২০১৭ সাল থেকেই প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানেই পালিত হয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের ছাত্রছাত্রীদের তদারকিতে এই অনুষ্ঠান হয়ে থাকে। তাঁরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কিন্তু এবার সেই রীতিতে ছেদ পড়ায় এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান না হওয়ায় ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মন খারাপ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)