• দলের অন্দরের খবর বাইরে! রাজ্য সম্মেলনের আগে বড় সিদ্ধান্ত সিপিএমের...
    ২৪ ঘন্টা | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • মৌমিতা চক্রবর্তী: দলের অন্দরের খবর বাইরে! কীভাবে জেনে যাচ্ছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা? রাজ্য সম্মেলনে প্রতিনিধিদের এবার  সিরিয়াল নম্বর ও কোডিং সহ খসড়া দেওয়ার সিদ্ধান্ত নিল সিপিএম নেতৃত্ব। এমনকী, থাকছে সচিত্র পরিচয়পত্রও।

    শিয়রে আরও একটা নির্বাচন।  বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ছাব্বিশে কি ঘুরে দাঁড়াবে সিপিএম? একদা যারা ছিল শাসকদল, ভোটের নিরিখে সেই সিপিএমই এখন প্রান্তিক শক্তি। বাংলার সংসদীয় রাজনীতিতে প্রতিনিধি শূন্য। বিধায়ক নেই, সাংসদ নেই। দলের জেলা সম্মেলন পর্ব শেষ। আগামিকাল, শনিবার থেকে হুগলির ডানকুনিতে শুরু হচ্ছে সিপিএমের ২৭তম রাজ্য় সম্মেলন।

    সূত্রের খবর, রাজ্য সম্মেলনে যে রিপোর্ট পেশ করবেন দলে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সেই রিপোর্টে থাকবে দলের সাংগঠনিক দুর্বলতার কথা। গত তিন বছরে দলের সদস্যসংখ্যা কমেছে ২৫ হাজার। শুধু তাই নয়, সদস্য হওয়ার এক বছরের মধ্যে যতজন সদস্যপদ ছেড়েছে, সেই সংখ্যাটাও নাকি রীতিমতো উদ্বেগজনক। রিপোর্টে উল্লেখ, দলের নেতৃত্বের একটা অংশের মধ্যে তৃণমূল ও বিজেপি রাজনীতি করতে ভয়ভীতিও কাজ করছে।

    এদিকে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনে বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছে সিপিএম নেতৃত্বকে। দক্ষিণ ২৪ পরগনা যখন জেলার প্য়ানেল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ১৮ জন, তখন উত্তর ২৪ পরগনা সম্মেলনে তোপের মুখে পড়ে খোদ জেলা সম্পাদকই। এমনকী, বৈঠকে জেলা কমিটি গঠন জট কাটেনি। জেলা সম্পাদকের রিপোর্টে সমালোচনা থাকছে দুই জেলারই। 

  • Link to this news (২৪ ঘন্টা)