• ‘প্রতিবাদী’ তৃণমূল নেতার বসিরহাটের বাড়িতে দুষ্কৃতী হামলা, চলল গুলিও! জখম নেতা-সহ পরিবারের ৪ জন
    আনন্দবাজার | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • জমি দখলের প্রতিবাদ করায় তৃণমূলের এক যুবনেতার বাড়িতে ঢুকে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার বাঁশঝাড়ি এলাকায়। আক্রান্ত নেতার নাম আব্দুল কাদের মোল্লা। আব্দুল ছাড়াও তাঁর মা, স্ত্রী এবং ছয় বছরের সন্তানকে অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। চলেছে পাঁচ রাউন্ড গুলিও।

    আব্দুলের দাবি, কিছু দিন আগে বাঁশঝাড়ি এলাকায় একটি জমি অবৈধ ভাবে কয়েক জন দখল করছিলেন। তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়ে ওই বেআইনি কাজের প্রতিবাদ করেন। অভিযোগ, সেই কারণে বৃহস্পতিবার রাতে ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল নিয়ে তাঁর বাড়িতে হামলা হয়। তাঁর মা, স্ত্রী এবং সন্তানকে মারধর করে দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়। তাঁরা চিৎকার-চেঁচামেচি করেছিলেন। তাই প্রতিবেশীরা ছুটে গিয়েছিলেন তাঁদের বাড়িতে। তখন পাঁচ রাউন্ড গুলি ছুড়ে সকলকে ভয় দেখিয়ে পালিয়ে যায় ওই দলটি।

    জখম আব্দুল এবং তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করান স্থানীয়েরা। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় বসিরহাট থানার পুলিশ। তৃণমূল যুব নেতার মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। এই ঘটনা নিয়ে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল বলেন, ‘‘বসিরহাটে কোনও দুষ্কৃতী থাকবে না। আমরা দুষ্কৃতীদের বাড়তে দেব না। আমাদের যুব নেতাকে যারা আক্রমণ করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে, পুলিশের কাছে এটা আমাদের দাবি। না-হলে আমরা প্রতিবাদে রাস্তায় নামব।’’

  • Link to this news (আনন্দবাজার)