বিষ্ণুপুর স্টেশনে ফেলে আসা ব্যাগ ফিরে পেলেন লন্ডনফেরত যুবক
বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, বিষ্ণুপুর: লন্ডন থেকে ফেরার সময় বিষ্ণুপুর স্টেশনে ল্যাপটপ সহ সাড়ে চার লক্ষ টাকার বিভিন্ন সামগ্রী ভর্তি ব্যাগ প্ল্যাটফর্মে রেখেই তড়িঘড়ি ট্রেনে উঠে পড়েছিলেন ওন্দার বাসিন্দা রমেশ দে। পরে রেল পুলিসের তৎপরতায় তা উদ্ধার হয়। রমেশবাবুর হাতে ওই ব্যাগ তুলে দেওয়া হয়। এতে রমেশবাবু এবং তাঁর পরিবারের লোকজন খুশি হয়েছেন।
বিষ্ণুপুর রেল পুলিসের সাব ইন্সপেক্টর সুকুমার মণ্ডল বলেন, ওন্দা স্টেশন মাস্টারের কাছ থেকে ফোন পেয়ে স্টেশনে একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে তা প্রমাণপত্র দেখে মালিকের হাতে ফেরানো হয়। রমেশবাবু বলেন, আমি কর্মসূত্রে লন্ডনে থাকি। সেখান থেকে ফ্লাইটে দমদমে আসার পর বৃহস্পতিবার সকালে সাঁতরাগাছিতে রূপসি বাংলা ট্রেনে উঠি। ট্রেনটি ওন্দা স্টেশনে থামে না। সেজন্য বিষ্ণুপুর স্টেশনে নামি। কিছুক্ষণ অপেক্ষার পর একটি লোকাল ট্রেন ছিল। ওই ট্রেনে ওঠার সময় ট্রলি ব্যাগটি নিলেও অন্য একটি ব্যাগ প্ল্যাটফর্মে ভুলে যাই। পরে ব্যাগের কথা মনে পড়তেই বাবাকে ফোন করি। তিনি তখন ওন্দা স্টেশনে আমার আসার অপেক্ষা করছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ওন্দা স্টেশন মাস্টারকে বিষয়টি বলেন। সেখান থেকে বিষ্ণুপুর স্টেশনে জানানো হয়। কিছুক্ষণ পর জানতে পারি ব্যাগটি অক্ষত অবস্থায় প্ল্যাটফর্মেই ছিল। এদিন দুপুরে বিষ্ণুপুরে আমাকে ব্যাগটি ফিরিয়ে দেওয়া হয়। ব্যাগে একটি দামি ল্যাপটপ সহ অন্যান্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা মূল্যের সামগ্রী ছিল। তা ফেরত পেয়ে স্বস্তি পেয়েছি। এর জন্য রেলপুলিসকে ধন্যবাদ জানাই। -নিজস্ব চিত্র