• কাঁচরাপাড়ায় বাড়িতে আগুন
    বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার দুপুরে কাঁচরাপাড়ার এক নম্বর ওয়ার্ডে ভয়াবহ আগুন লাগে। আগুনে একটি বাড়ি পুরো ছাই হয়ে যায়। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলের ইঞ্জিন ঢুকতে অসুবিধা হয়। অনেক কষ্টে দমকলকর্মীরা ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে ওই বাড়ি পুরো পুড়ে যায়। গ্যাস সিলিন্ডার ফেটেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে অনুমান। সন্ধ্যায় ওই এলাকা পরিদর্শনে যান কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান। 


    এদিকে, কাঁচরাপাড়ায় রঞ্জিত বর্মন নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বয়স আনুমানিক ৫৫ বছর। ঘরে সেই সময় স্ত্রী ছিলেন না। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান।
  • Link to this news (বর্তমান)