নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: গাঁজা পাচারের দায়ে সাজাহান তরফদার নামে এক পাচারকারীকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত। শুক্রবার কৃষ্ণনগরের এনডিপিএস আদালতের বিচারক সোমনাথ চক্রবর্তী সেই রায় দেন। তাকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে কালীগঞ্জ থানার পাগলাচণ্ডীর কাছে এনসিবি একটি লরি আটক করে। সেই লরি থেকে ১৩০১ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়। সাজাহান তরফদারকে গ্রেপ্তার করা হয়। বিগত চার বছর ধরে সেই মামলা চলছিল কৃষ্ণনগর আদালতে। এনসিবি’র স্পেশাল পাবলিক প্রসিকিউটর সুবেদি সান্যাল বলেন, ‘আদালত একজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে। এনসিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ তাকে গ্রেপ্তার করেছিল।’
(সাজাপ্রাপ্তকে নিয়ে যাচ্ছে পুলিস। শুক্রবার তোলা নিজস্ব চিত্র)