• আন্তজার্তিক মাতৃভাষা দিবসেও ঘাটালে পথ নিরাপত্তা কর্মসূচি  
    বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মহকুমা আঞ্চলিক পরিবহণ দপ্তরের পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা অব্যাহত। শুক্রবার আন্তজার্তিক মাতৃভাষা দিবসেও এই সচেতনতা অনুষ্ঠান হয়েছে। এদিন ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের প্রগতি মিটিং হলে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়। ওই অনুষ্ঠানে অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক(এআরটিও) সঞ্জয় হালদার বলেন, এদিনের সচেতনতা শিবির থেকে ১৫০জন বাইক আরোহীকে হেলমেট তুলে দেওয়া হয়। 


    ঘাটাল মহকুমা আঞ্চলিক পরিবহণ দপ্তরের পক্ষ থেকে নিয়মিত পথনিরাপত্তা নিয়ে প্রচার চালানো হয়ে আসছে। বাইকচালক সহ অন্যান্য গাড়ি চালকদের সচেতন করতে আগেও র‍্যালি করে প্রচার করা হয়েছে। সেইসঙ্গে ব্যানার, স্কুল পড়ুয়াদের নিয়ে পথনিরাপত্তা বিষয়ক অঙ্কন প্রতিযোগিতা করা হয়েছে। এছাড়াও রাস্তায় হেলমেটহীন বাইকচালকদের হেলমেট বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন ভাষা দিবসে আরও একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল প্রমুখ। এদিন রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। 


    এআরটিও বলেন, মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে আমাদের এই ধারাবাহিক কর্মসূচি। আগামী দিনেও ধারাবাহিকভাবে পথনিরাপত্তা নিয়ে প্রচার চালিয়ে যাব।


    (ভাষা দিবসে ঘাটাল পরিবহণ দপ্তরের  সচেতনতা ও হেলমেট বিলি। -নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)