• আসানসোলে ইন্টার সোসাইটি ওমেনস ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা
    বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল শহরের দুই বৃহৎ সোসাইটির মহিলা ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা তুঙ্গে উঠেছে। আসানসোল পুলিস কমিশনার অফিসের কাছেই জেনেক্স এক্সোটিকা। একের পর এক গগনচুম্বি টাওয়ার। আসানসোল শহরের বুকে অন্যতম বৃহৎ এই আবাসন। সৃষ্টিনগরও উপনগরীর রূপ নিয়েছে। এই দু’টি সোসাইটিতেই নানা পেশার মানুষের বসবাস। বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা একত্রিত হন। শহরের মহিলা ক্রিকেটের বিকাশের উদ্দেশ্যে এবার তাঁদের অভিনব প্রয়াস ‘ইন্টার সোসাইটি ওমেনস ক্রিকেট টুর্নামেন্ট’। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচটি হয় গত ১৫ ফেব্রুয়ারি, শনিবার। কুমারপুর যুবক সঙ্ঘের মাঠে ওইদিনের ম্যাচে জেনেক্সের ওমেনস টিম কোনও উইকেট না হারিয়ে ১০ ওভারে ১৯৪ রান তোলে। দলের হয়ে সিমরনজিৎ কাউর সর্বোচ্চ ৯১ রান করেন। সৃষ্টিনগর ওমেনস টিম ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ১১০ রান তোলে। জয়ী হয় জেনেক্সের ওমেনস টিম। খেলায় উপস্থিত ছিলেন জেনেক্স সোসাইটির সভাপতি গৌতম বন্দ্যোপাধ্যায়, সম্পাদক পূর্ণেন্দু চৌধুরী। ম্যান অব দ্যা ম্যাচ হন সিমরনজিৎ কাউর। শুক্রবার রাতেও দু’টি দল মুখোমুখি হয়। এই খেলা হয় সৃষ্টিনগরের ওডেসি ক্লাবের মাঠে। জেনেক্সের মহিলা দলের ম্যানেজার ছিলেন স্বপ্না ভট্টাচার্য ও দোলন মুখোপাধ্যায়।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)