ফের রেশনে জঙ্গলমহল বিশেষ প্যাকেজ পাবেন ঝালদার তিনটি গ্রামের বাসিন্দারা
বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, পুরুলিয়া: ফের রেশনে জঙ্গল মহলের স্পেশাল প্যাকেজ পাচ্ছেন ঝালদা ১ ব্লকের তিনটি গ্রামের প্রায় ১২ হাজার বাসিন্দা। শুক্রবার থেকেই তাঁরা রেশন এই সামগ্রী পেতে শুরু করেন। পুনরায় স্পেশাল প্যাকেজ পাওয়ায় খুশি বাসিন্দারা। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ঝালদা-দড়দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুসেনডি, কাঁটাডি এবং পুরনো ঝালদা এলাকায় রয়েছেন প্রায় ১২ হাজার রেশন গ্রাহক। গ্রাম সংলগ্ন ঝালদা শহরের রেশন ডিলারের কাছ থেকে তারা রেশন সামগ্রী নিতেন। সম্প্রতি রেশন ডিলাররা গ্রামবাসীদের জানিয়ে দেন, তাঁরা আর জঙ্গল মহলের স্পেশাল প্যাকেজের সুবিধা পাবেন না। এলাকার বাসিন্দারা গোটা বিষয়টি নিয়ে ব্লক স্তরে খাদ্যদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। দপ্তরের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের জানানো হয়, ঝালদা শহর এলাকা পুরুলিয়া জেলার জঙ্গল মহলের বাইরে। তাই ওই এলাকার রেশন ডিলারের কাছ থেকে জঙ্গল মহল এলাকার বাসিন্দারা স্পেশাল প্যাকেজ পাবেন না। আচমকা স্থানীয় খাদ্যদপ্তরের আধিকারিকদের ওই তুঘলকি ঘোষণায় মাথায় হাত পড়ে এলাকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা শেখ কবীর বলেন, খাদ্যদপ্তরের আধিকারিকরা আচমকা জানিয়েছিলেন, ওই তিনটি গ্রামের বাসিন্দারা জঙ্গল মহলের স্পেশাল প্যাকেজ আর পাবেন না। আচমকা কী কারণে স্পেশাল প্যাকেজ বন্ধ করা হয় তা খাদ্যদপ্তরের আধিকারিকরা ঠিক করে বলতে পারছিলেন না। স্থানীয় স্তরে খাদ্যদপ্তরে বিষয়টি সমাধান করার দাবি জানিয়েও কোনও সুরাহা হয়নি।