• স্ত্রীর অভিযোগে স্বামীর দ্বিতীয় বিয়ে রুখল পুলিস
    বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ধূপগুড়ি: এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে রুখল ধূপগুড়ি থানার পুলিস।  ধূপগুড়ি ব্লকের মাগুরমারির এক ব্যক্তির স্ত্রী সহ দুই সন্তান থাকার পরেও বৃহস্পতিবার রাতে অপর এক মহিলাকে ঘরে তোলেন। এমনকী তাঁর দ্বিতীয় বিয়ের তোড়জোড়ও শুরু করেন। কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে বেঁকে বসেন স্ত্রী। বিষয়টি তিনি ধূপগুড়ির থানায় জানান। আর এ কথা শোনামাত্রই ধূপগুড়ি থানা থেকে পুলিস ওই ব্যক্তির বাড়িতে হাজির হয়। পুলিস দেখেই পালিয়ে যান প্রেমিকা। পুলিস ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। 


    শুক্রবার রাতে তাঁর স্ত্রী থানায় এসে ছাড়িয়ে নিয়ে যান। স্ত্রীর বক্তব্য, ক্লাস সেভেন এবং ক্লাস সিক্সে পড়া দুই সন্তান থাকা সত্ত্বেও স্বামী অপর এক মহিলাকে ঘরে তুলে বিয়ের তোড়জোড় শুরু করেছিলেন। বিষয়টি মেনে নিতে পারিনি। এখন সংসার করবে বলে স্বীকার করলে থানা থেকে নিয়ে যেতে এসেছি।  
  • Link to this news (বর্তমান)