সংবাদদাতা, কুমারগ্রাম: শুক্রবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নারারথলিতে তৃণমূল কংগ্রেসের সম্মেলন হল। ২০২৬ সালের বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে দলীয় সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বুথ ও অঞ্চল ভিত্তিক সম্মেলনে জোর দিয়েছে রাজ্যের শাসকদল। এদিন দক্ষিণ নারারথলি মৌজার ১৫৭ নম্বর বুথে সম্মেলন করা হয়েছে। উপস্থিত ছিলেন দলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গোলাপ রায়, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা সহ অন্যরা। দলের অঞ্চল সভাপতি মিহির নার্জিনারি বলেন, পতাকা উত্তোলন মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। ২০২৬ এর বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।