• আবর্জনা সংগ্রহের গাড়ি অনিয়মিত, ক্ষোভ 
    বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: রাস্তার ধারে জমছে ছাই ও আবর্জনার স্তূপ। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের ভিঙ্গোল এলাকায় দুর্গন্ধে  নাকে কাপড় ঢেকে রাস্তা পারাপার করতে হয় পথচারীদের। এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি হলেও আবর্জনা নেওয়ার গাড়ি আসে না বলে অভিযোগ। ফলে রাস্তার ধারে ও বাজারে আবর্জনার  স্তূপ জমা হয়ে থাকে। তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এনিয়ে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। ডুমুরকোলার বাসিন্দা তসিফুল আলি বলেন, রাস্তার ধারে ও বাজারে যত্রতত্র আবর্জনার স্তূপ জমা হয়ে আছে। আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আবর্জনার স্তূপ থেকে মাঝেমধ্যে আগুন ছড়িয়ে পড়ছে। ইলাম মহাসত্তা এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি হয়েছে। ব্যাটারি চালিত গাড়ি গ্রামে ঘুরে ঘুরে আবর্জনা সংগ্রহ করে ইউনিটে জমা করার কথা। প্রকল্প শুরুর দিকে আবর্জনা সংগ্রহের জন্য গাড়ি কয়েকদিন গ্রামে দেখা গেলেও আর দেখা যায় না বলে দাবি স্থানীয়দের। পঞ্চায়েত প্রধান বর্ষা বসাক বলেন, আবর্জনা সংগ্রহের জন্য দুটি গাড়ি রয়েছে। নিয়মিত এলাকায় ও বাজারে গাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে ইউনিটে ফেলা হয়। তবে দুটি গাড়ি সব গ্রামে নিয়মিত যেতে পারে না। গাড়ি চালকদের মজুরি পঞ্চায়েত থেকে বহন করতে হয়। বিষয়টি খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডল।


     (ভিঙ্গোল এলাকায় রাস্তার ধারে ছাই ও আবর্জনার  স্তূপ।-নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)