• মাথাভাঙার সংবাদপত্র এজেন্ট প্রয়াত
    বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙার প্রবীণ পুস্তক ব্যবসায়ী তথা ‘বর্তমান’-এর এজেন্ট যতীন্দ্রনাথ সাহা প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। দু’দিন আগে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতাল ও পরে কোচবিহারের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যতীনবাবু অসুস্থ হওয়ার দিন সকালেও ‘বর্তমান’ সহ অন্য দৈনিক কাগজ নিয়েছিলেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন ‘বর্তমান’ কাগজ নিয়ে হকারদের দিতেন। অনেকেই দোকানে এসে নিয়ে যেতেন পত্রিকা। ‘বর্তমান’ শুরুর থেকে মাথাভাঙা শহরের এজেন্ট ছিলেন। সদাহাস্য মানুষটির দোকানে সবসময়েই  গল্প করতে আসতেন শহরের শিক্ষক, অধ্যাপক সহ আমলারা। শুক্রবার মাথাভাঙা শ্মশানে যতীন্দ্রবাবুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
  • Link to this news (বর্তমান)