• বীরভূমকে হারিয়ে জিতল জলপাইগুড়ি
    বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সিএবি পরিচালিত অনূর্ধ্ব-১৪ মেয়েদের ক্রিকেটে বীরভূমকে ১১ রানে হারিয়ে জয়ী হল জলপাইগুড়ি। শুক্রবার শিলিগুড়ির বসুন্ধরা মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার টিম। ৩৫ ওভারের খেলা ছিল। ৩২ ওভারে সব উইকেট হারিয়ে ১১৯ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে পুরো ওভার খেললেও ৯ উইকেটে ১০৮ রান রানে থেমে যেতে হয় বীরভূম জেলা ক্রীড়া সংস্থার টিমকে। এদিন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে জলপাইগুড়ির সঙ্গীতা বাসফোড়। এদিনের ম্যাচে জলপাইগুড়ির স্নেহা সাহা ৬৬ বলে ৩৯ রান করে। বীরভূমের আরাত্রিকা কুণ্ডু ৮৩ বল খেলে করে ৩৮ রান। জলপাইগুড়ির সঙ্গীতা বাসফোড় ২৬ বলে ২৩ রান করেছে। তবে সাত ওভার বল করে সে ২৩ রানে তিনটি উইকেট পেয়েছে। বীরভূমের আসমা খাতুন পাঁচ ওভার বল করে ১৩ রানে বিপক্ষের চারটি উইকেট তুলে নেয়। বীরভূমের তানিয়া দাস এদিন সাত ওভার করে ১১ রান দিয়ে চারটি উইকেট পেয়েছে।
  • Link to this news (বর্তমান)