হুজুর সাহেবের মেলা মাঠ থেকে বর্জ্য সংগ্রহ গ্রাম পঞ্চায়েতের
বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, হলদিবাড়ি: হলদিবাড়ির হুজুর সাহেবের মেলায় এবারও কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছিল। মেলা প্রাঙ্গণে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা। যার জেরে দূষিত হচ্ছে পরিবেশ। বিগত বছরগুলিতে মেলা শেষে আবর্জনা সংগ্রহ করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হতো। কিন্তু এ বছর দূষণ রোধে অভিনব উদ্যোগ নিয়েছে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত। শুক্রবার মেলা প্রাঙ্গণে পড়ে থাকা আবর্জনা সংগ্রহ করে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভিআরপি, ভিসিটি কর্মীরা। পঞ্চায়েত অফিস সূত্রে খবর, এদিন ১০০ কেজি বর্জ্য সংগ্রহ করা হয়েছে। পচনশীল ও কঠিন আবর্জনা আলাদাভাবে রাখা হচ্ছে। পরবর্তীতে প্রক্রিয়াকরণ করা হবে। গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক প্রণব দেব বলেন, পুরো মাঠে আবর্জনা ছড়িয়ে আছে। বিডিও’র সঙ্গে কথা বলে আমরা এমন উদ্যোগ নিয়েছি। বিভিন্ন জায়গায় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট করা হয়েছে। মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় একটি নতুন ইউনিট বানানো হয়েছে। সেখানে প্লাস্টিক গুঁড়ো করে রাস্তার কাজের কাঁচামাল তৈরি হয়। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য সেখানে পাঠানো হবে। - নিজস্ব চিত্র