নেশার টাকা জোগাড় করতে শপিংমল থেকে শ্যাম্পু চুরি, গ্রেপ্তার যুবক
বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: নেশার টাকা জোগাড় করতে কিছুদিন আগে ময়নাগুড়ি শপিংমল থেকে চকোলেট চুরি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল এক যুবক। এবার নেশার টাকা জোগাড় করতে শপিংমল থেকে শ্যাম্পু চুরি করে পুলিসের হাতে ধরা পড়ল শিলিগুড়ির এক যুবক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রাজু সাহা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। এনিয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে ১৭০০ টাকা মূল্যের দুটি শ্যাম্পুর বোতল উদ্ধার হয়েছে। শপিংমল সূত্রে জানা গিয়েছে, ওই যুবক একটি সামগ্রী নিয়ে বিল করে বেরিয়ে যায়। মল কর্তৃপক্ষ দেখতে পায় দু’টি শ্যাম্পু নেই। এদিকে ওই যুবক বের হওয়ার সময় আওয়াজ হয়। যদিও কিছু বোঝার আগেই যুবক বেরিয়ে যায়। তারপর মলের কর্মীরা অভিযুক্ত যুবককে ধরে ফেলে। পুলিসও ঘটনাস্থলে চলে আসে। তার কাছ থেকে উদ্ধার হয় শ্যাম্পুর দুটি বোতল। মলের ম্যানেজার সুরঞ্জন রায় চৌধুরী বলেন, আমরা জানতে পেরেছি যুবক শ্যাম্পু বাইরে বিক্রি করে নেশার সামগ্রী ক্রয় করতে চেয়েছিল। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, যখন ঘটনাটি ঘটে তখন আমাদের একটি ভ্যান শহর এলাকায় টহল দিচ্ছিল। আমরা খবর পেয়ে তাকে আটক করি। দু’টি শ্যাম্পুর বোতল উদ্ধার হয়েছে। অভিযুক্তকে নির্দিষ্ট ধারায় গ্রেপ্তার করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, বর্তমান যুব সমাজে নেশার বাড়বাড়ন্ত হয়েছে। যুবকরা নেশার টাকা জোগাড় করতে মাঝেমধ্যেই নানা অপরাধে জড়িয়ে পড়ছে।