ডিম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুরগির ছানা বিতরণ দিনহাটায়
বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, দিনহাটা: গ্রামীণ এলাকায় ডিম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুরগির ছানা বিতরণ করল প্রশাসন। শুক্রবার দিনহাটায়-১ ব্লক অফিস থেকে ৩১৭ জন উপভোক্তাকে মুরগির ছানা বিতরণ করা হয়। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও গঙ্গা ছেত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ খলিল হক, কৃষি কর্মাধ্যক্ষ মতিউড় রহমান সহ অন্যান্যরা। উন্নত প্রজাতির এই মুরগি টানা তিন মাস প্রতিদিন ডিম দেবে। এক মাস বিশ্রামের পর আবার তিন মাস ধরে ডিম দেবে। তিন হাজারেরও বেশি মুরগির ছানা এই ব্লকে বিতরণ করা হয়েছে। দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ খলিল হক বলেন, ডিম উৎপাদন বৃদ্ধির জন্যই গ্রামীণ মহিলাদের মুরগির ছানা বিতরণ করা হল।