• আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
    বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দেওয়ানহাট ও ফালাকাটা: যথাযথ মর্যাদায় কোচবিহার শহরে শুক্রবার পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন কোচবিহার ল্যান্স ডাউন হলে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মাতৃভাষা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সান্তনু বালা সহ অন্যরা। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়েও মাতৃভাষা দিবস পালন করা হয়। এছাড়াও কোচবিহার শহরে বিভিন্ন সংগঠনের তরফেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়েছে। অন্যদিকে, ফালাকাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ফালাকাটা জুনিয়র বেসিক স্কুলে ও সুভাষ পাঠাগারেও এদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বেসিক স্কুলে আবৃত্তি, সংগীতানুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা ও যেমন খুশি পাখি সাজো প্রতিযোগিতা হয়। পাশাপাশি বিদ্যালয়ের দেয়াল পত্রিকা ‘খোলামন’ প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা ওয়ার্ড শিক্ষা কমিটির সভাপতি অভিজিৎ রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষারত্ন সুরেশ লালা।
  • Link to this news (বর্তমান)