• মাদারিহাটে ঝড়-শিলাবৃষ্টি, নাগরাকাটাতেও পড়ল শিল
    বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার ও নাগরাকাটা: শুক্রবার সন্ধ্যায় ঝড়-শিলাবৃষ্টি হয়েছে মাদারিহাট ব্লকের চারটি মৌজায়। মাত্র ১৫ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে ব্লকের শিশুবাড়ি, দক্ষিণ খয়েরবাড়ি, রাঙালিবাজনা ও বীরপাড়া মৌজায়। সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যায় সংশ্লিষ্ট এলাকাগুলি। বহু জায়গায় ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। গাছের ডালপালা ভেঙে যায়। রাত পর্যন্ত বিদ্যুৎ আসেনি।  ঝড়ের পরেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে নেমে পড়ে বিদ্যুৎ বণ্টন কোম্পানি। ঝড়-শিলাবৃষ্টিতে ভুট্টা, লঙ্কা, বরবটি, শিম সহ অনেক ফসলের ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে মাথায় হাত পড়েছে আলু চাষিদের। রাত পর্যন্ত অবশ্য ক্ষয়ক্ষতির হিসেব করে উঠতে পারেনি ব্লক প্রশাসন। পঞ্চায়েত সমিতির সদস্য রশিদুল আলম বলেন, হঠাৎ বৃষ্টিতে ফসলের উপকার হয়েছে ঠিকই। কিন্তু আলু গাছের বড় ক্ষতি হয়ে গেল। অন্যদিকে, শুক্রবার বিকেল ৪টে নাগাদ মাল ব্লকের মিনগ্লাস, সাইলি, রাঙামাটি, নাখাটি সহ কয়েকটি চা বাগানে শিলাবৃষ্টি হয়। চা বাগানের ফাঁকা এলাকা, রাস্তা শিলে সাদা হয়ে যায়। মালবাজার শহরেও বৃষ্টির সঙ্গে শিল পড়ে। বৃষ্টিতে খানিকটা স্বস্তি ফিরেছে বাগানে। বাগানের ম্যানেজাররা জানিয়েছেন, এই সময় চা গাছে কুঁড়ি আসা শুরু হয়েছে। এখন পর্যাপ্ত সেচের প্রয়োজন হয়। কৃত্রিমভাবে সেচ দিতে গিয়ে খরচ অনেক বেশি হয়। সেখানে বৃষ্টি হওয়াতে অনেকটাই খরচ লাঘব হল। তবে কিছু জায়গায় শিলাবৃষ্টিতে চা গাছের পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দ্রুত পরিচর্যা না করলে সমস্যা হবে। এদিন বিকেলে মুষলধারে বৃষ্টি আসায় পণ্ড হয় নাগরাকাটার হাট। পাঁচ শতাধিক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েন।
  • Link to this news (বর্তমান)