• কোচবিহার কোতোয়ালি থানায় ব্যবসায়ীদের স্মারকলিপি
    বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দেওয়ানহাট: ব্যবসায়ীদের উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে এবং ব্যবসায়ীদের নিরাপদে বাড়ি ফেরা সুনিশ্চিত ও সুরক্ষিত রাখা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার কোচবিহার কোতোয়ালি থানায় স্মারকলিপি দিল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ, রাকেশ চৌধুরী সহ অন্যান্যরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে। কিন্তু পুলিস দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পরছে না। এমনকী তাদের পুলিস গ্রেপ্তার করতে পারছে না। ফলে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ছেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ বলেন, ব্যবসায়ীদের উপর যাতে কোনও দুষ্কৃতী হামলা না হয়, ব্যবসায়ীরা যাতে সুস্থ স্বাভাবিক দোকান করে বা ব্যবসা করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তা সুনিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের জান মাল যাতে সুরক্ষিত থাকে, তার দাবিতে এদিন কোতোয়ালি থানায় স্মারকলিপি দেওয়া হল।
  • Link to this news (বর্তমান)